Fresh Shutki

ফ্রেশ শুটকি ডট কম

ফ্রেশ শুটকি ডট কম হল সাগরের বিভিন্ন শুঁটকির মাছের একটি অনলাইন শপ। আমরা সমুদ্র থেকে প্রস্তুতকৃত সব ধরনের বাংলাদেশি তাজা এবং রাসায়নিকমুক্ত শুঁটকি ঘরে ঘরে পৌঁছে দিয়ে থাকি।

নদীমাতৃক বাংলাদেশের মানুষ মাছে-ভাতে বাঙালি। এদেশের বঙ্গোপসাগর, অসংখ্য নদ-নদী, খালবিল ও জলাশয় হতে আহরিত বিভিন্ন জাতের মাছ এবং বিভিন্ন মাছ হতে প্রস্তুত শুঁটকির সাথে বাঙালির সম্পর্ক হাজার বছরের।

শুঁটকি কারও জন্য জীবিকা, কারও জন্য শখ, আর কারও জন্য বা অত্যাবশ্যক উপাদান। পাশাপাশি শুঁটকি বিশুদ্ধ ও প্রাকৃতিক প্রোটিনের এক গুরুত্বপূর্ণ উৎস। তাই বাংলাদেশের খাদ্যশিল্প ও কৃষি অর্থনীতিতে শুঁটকি এক অপার সম্ভাবনার নাম। আর তাই সার্বিক দিক ও সম্ভাবনার কথা চিন্তা করে শুঁটকিকে এক শিল্পে পরিণত করার লক্ষ্য নিয়ে অনলাইনে শুঁটকি বিক্রি শুরু করি।

শুঁটকিকে শিল্পে পরিণত করা আমাদের স্বপ্ন, তাই শুরু হতেই আমাদের চেষ্টা ছিল ক্রেতাকে সর্বোচ্চ মানের ফ্রেশ, নিরাপদ ও কেমিক্যালমুক্ত শুঁটকির জোগান দেওয়া। সে লক্ষ্যে আমার দেশের বড় বড় শুঁটকি প্রস্তুককারক ও মার্চেন্টগণের সাথে সাক্ষাৎ করি এবং ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলি।

যার দরুণ অনলাইনে আপনাদেরকে দেশের বিভিন্ন জায়গা থেকে সরাসরি সংগ্রহ করা রকমারি বেস্ট কোয়ালিটির দেশি ও সামুদ্রিক শুঁটকির জোগান দেওয়া কেবলমাত্র আমাদের পক্ষেই সম্ভব হয়েছে।

দেশের জনগণকে ফ্রেশ ও নির্ভেজাল শুঁটকির জোগান দেওয়ার পাশাপাশি আমরা বর্তমানে প্রবাসেও বিশেষ প্রক্রিয়া ও বিশেষ পদ্ধতিতে বিভিন্ন শুঁটকি সরবরাহ করছি। ভবিষ্যতে বাণিজ্যিকভাবে বিদেশে শুঁটকি ও শুঁটকি পণ্য রপ্তানি করার প্রক্রিয়া চলমান রয়েছে।

অনলাইনে কেবল শুঁটকি বিক্রয় করা নয়, দেশের জনগণকে নিরাপদ শুঁটকি সম্পর্কে জানানো, নিরাপদ শুঁটকির গুণাগুণ ও উপকারিতা সম্পর্কে সচেতন করা, শুঁটকি সংক্রান্ত যাবতীয় তথ্য প্রদান এবং শুঁটকি সংক্রান্ত যাবতীয় সমাধান প্রদানের লক্ষ্যেও নিরলস কাজ করে যাচ্ছে ফ্রেশ শুঁটকি ডটকম।

Shopping Cart
Scroll to Top